নাংগঞ্জ জেলা পরিষদের চেয়াম্যান বাবু চন্দন শীল বলেন,কাশিপুর মধ্য নরসিংপুরে আমার স্বপ্ন একটি লালন একাডেমী গড়ে তোলার ইচ্ছা আছে। শাহ জালালের নেতৃত্বে।কাশিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সাঈফউল্লাহ বাদল ভাই অনেক আপনজন বন্দ্ধুর মত তিনি আমাকে কথা দিচ্ছেন এটা করার জন্য তিনি সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করছি।কিন্তুু তিনি অসুস্হ আছেন। তারজন্য আমি সবার কাছে দোয়া চাইচ্ছি। আর সবচেয়ে সাহসের ব্যাপার হচ্ছে নাঃগঞ্জ ৪ আসনের নেতা আলহাজ্ব শামীম ওসমান আমাদের সাথে আছেন। যশোর লালনের দেশ। ওখানে সাধক বাউল জন্মেচ্ছে। ওর সাথে তুলনা হয় না। সবার পক্ষ যশোর যাওয়া সম্ভব না। এজন্য আমি এখানে লালন চর্চা কেন্দ্র বা একাডেমী গড়ে তোলার চেষ্টা করছি।
মঙ্গলবার ১৫মে রাতে কাশিপুর মধ্য নরসিংপুর মুক্তিধাম ও লালন একাডেমীর আয়োজিত মাসিক লালন মেলার প্রধান অতিথি বক্তেব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন একটা রুচি কুচক্রি দুর্ভিক্ষ চলছে।এগুলো পরিকল্পিতভাবে আমাদের ঢুকিয়ে দিচ্ছে। এ অপসংস্কৃতি আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন আমি একজন বঙ্গবন্দ্ধুর আর্দশ সৈনিক হিসেবে উপলব্দি করি। ১৯৭৫ সালে বঙ্গবন্দ্ধু সপরিবারে হত্যা করেছে। তিনি বাঙ্গলী জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল।
এ সময় লালন মেলায় উপস্হিত ছিলেন কালের কন্ঠ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দিলীপ মন্ডল,
ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা রন্জিত মন্ডল, এসবি ওয়ান নিউজ পোর্টালের সিনিয়র সাংবাদিক মোঃ পন্ডিত হোসেন,সিনিয়র ফটো সাংবাদিক পাপ্পু,ওয়ারদি রহমান সহ এলাকা ও দুরদুরান্ত থেকে আগত লালন ভক্তবৃন্দরা
।