৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা মানবিক,অসাম্প্রদায়িক,অরাজনৈতিক,ধর্ম নিরপেক্ষ,প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল পরিবর্তন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আগামী ০৬,০৭,২০২৪ ইং তারিখ শনিবার,বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ বরফ-কল চৌরঙ্গী পার্কের বাসমান জাহাজে অনুষ্ঠিত হবে, সংগঠনের নতুন কমিটির পরিচিতি,ঈদ পূর্ণ- মিলনী ও নতুন কমিটির সমন্বয়ে উপদেষ্টা মন্ডলির সন্মাননায় বিনোদন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,লটারি।
বৃদ্ধাশ্রম নয় পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান এই মত আদর্শে উজ্জীবীত হোক নতুন প্রজন্ম পরম্পরায় ক্রমে, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠন, প্রবীণ নাগরিকদের মূল্যায়ণ ও সামাজিক দায়িত্ব বোধ থেকে,এই অনুষ্ঠানের
মাধ্যমে সংশ্লিষ্ট কার্য্যক্রমকে সংহতি পূর্ণ করে তোলা হবে। সাংগঠনিক সমৃদ্ধতার মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত করে,মননশীল পরিবর্তনে নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া,আমাদের লক্ষ্য উদ্দেশ্য কে সমুন্নত রেখে এই অনুষ্ঠানের মাধ্যমে, সংগঠনের উপদেষ্টা ও সকল সদস্য সদস্যা কে সময় মতো অনুষ্ঠানে উপস্থিত থেকে লক্ষ্য উদ্দেশ্য কে এগিয়ে নিতে সাধারণ সম্পাদক : মেজবাহ উদ্দিন আহমেদ মামুন সকলকে নির্ধারীত সময়ে উপস্থিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ করেন। এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে : যুগ্ম সাধারণ সম্পাদক,এবি এম জাকারিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক,আবুল কালাম আজাদ।