কাশিপুর উওর নরসিংপুরস্হ হাজী শরীয়াত উল্লাহ তাহফিজ আল কুরআনুল কারীম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাএদের পাগড়ী প্রদান উপলক্ষে ১৭তম ২ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শনিবার ১৯-২০ এপ্রিল মাদ্রাসা ময়দানে এ তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।
১ম দিন শুক্রবার বাদ যোহর তাফসীরুল কুরআন মাহফিলে হাজী শরীয়াত উল্লাহ তাহফিজ আল কুরআনুল কারীম মাদ্রাসার সভাপতি,দাতা ও প্রতিষ্ঠাতা,উওর নরসিংপুর বায়তুল জান্নাত জামে মসজিদের আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি ফতুল্লা থানা আওয়ামী লীগ আলহাজ্ব এম.সাইফ উল্লাহ বাদল।
প্রধান আকর্ষণ ছিলেন মুফতী জুনায়েদ আল হাবীব মুফাসিসরে কুরআন ঢাকা। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আমানুল্লাহ সিদ্দিক বাঘড়ী হুজুর,সোনারগাঁ।আরো ওয়াজ করেন স্হানীয় ওলামা কেরাম গণ।
২য় দিন শনিবার বাদ যোহর কাশিপুর বায়তুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী ইদ্রিস আলী মাদবরের সভাপতিত্বে প্রধান আকর্ষন ছিলেন শায়খ হাসান জামিল মুফাসিসরে কুরআন ঢাকা। প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ হানজালা পীরজাদা ও ৭ম পুরুষ,হাজী শরীয়াত উল্লাহ(রহঃ)। আরো ওয়াজ করেন স্হানীয় ওলামা কেরামগণ।
২য় দিন বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আইয়ুব আলী সভাপতি কাশিপুর আওয়ামী লীগ।
মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী ইমাম ও খতিব উওর নরসিংপুর বায়তুল আমান জামে মসজিদ। সার্বিক তও্বাবধানে ছিলেন আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম মোতাওয়াল্লী,অএ মাদ্রাসা,
সিনিয়র রিপোর্টার ইনকিলাব পএিকা ও আমির হোসেন মাদবর মোতাওয়াল্লী,অএ মাদ্রাসা। আরজগুজার ছিলেন হাজী মোঃ সুরুজ আলী বিশিষ্ট ব্যবসায়ী,উওর নরসিংপুর। মোঃ আনোয়ার হোসেন সভাপতি,বায়তুল আমান জামে মসজিদ। মোহাম্মদ আলী বিশিষ্ট ব্যবসায়ী,উওর নরসিংপুর। মোঃ খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী,উওর নরসিংপুর। মোঃ আমজাদ আলী বিশিষ্ট ব্যবসায়ী,উওর নরসিংপুর।
এসময় উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।