আমলাপাড়া আল জামিয়াতুল আশরাফিয়া রহমতুল্লাহ মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ জানুয়ারী বেদ আছর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার মুহতামিম আব্দুল কাদির এর সভাপতিেত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন পীরের কামেল আল্লামা আব্দুল কুদ্দুস দা.বা.
প্রিন্সিপাল ও শায়খুল হাদীস ফরিদাবাদ,ঢাকা। গুরুত্বপুর্ণ নসিহত পেশ করেন আল্লামা মুফতী কুতুব উদ্দিন নানুপুরী দা.বা.শায়খুল হাদীস,
জামিয়া ওয়াইদিয়া নানুপুর,
চট্রগ্রাম। মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ দা.বা।
মাহফিলে ৭০ জন ছাএকে বোর্ড স্ট্যান্ড ও সম্মানার্থে পুরস্কার ও হিফজ বিভাগের হাফেজ ৫৫ জন ছাএকে পাগড়ী প্রদান করেন প্রধান মেহমান পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস দা.বা.।
ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্হিত ছিলেন শোভন গার্মেন্সের এমডি আলহাজ্ব আবু আহম্মদ সিদ্দিক,
আমলাপাড়া পঞ্চায়েত কমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব হানিফ সরদার,
অএ মাদরাসার মোতাওয়ালী আলহাজ্ব মহিউদ্দিন,মাদ্রাসা
কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল রহিম প্রমূখ।