বক্তাবলী পরগণার ফরায়েজী আন্দোলন ও ময়ালী প্রধান কমিটির উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্হপতিবার ৭ ডিসেম্বর বাদ আছর রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
ইসলামী মহা সম্মেলনে অনুষ্ঠানে বক্তাবলী পরগণা ফরায়েজী আন্দোলন ও ময়ালী কমিটির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীরজাদা আলহাজ্ব মবিন উদ্দিন আহমাদ নওশীন মিয়া ৬ষ্ঠ পুরুষ হীজী শরীয়ত উল্লাহ (রহঃ) বাহাদুরপুর সহ সভাপতি বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। বিশেষ অতিথি পীরজাদা আলহাজ্ব রাজি উদ্দিন আহমাদ বিন ইয়ামীন ৬ষ্ঠ পুরুষ হাজী শরীয়ত উল্লাহ (রহঃ), বীর মুক্কিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী সাবেক সংসদ সদস্য,নারায়ণগঞ্জ -৪ ।
আমন্তিত ওলামায়ে কেরাম উপস্হিত থেকে বয়ান করেন পীরজাদা হাফেজ মাওলানা মুহাম্মদ হানজালা আহমাদ ৭ম পুরুষ হাজী শরীয়ত উল্লাহ (রহঃ), আলহাজ্ব মাওলানা মোখতার আহমাদ শরীয়তপুরী,খলিফা,বাহাদুর আস্তানা।