বৈরী আবহাওয়া ও দিনব্যাপী প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে বিএনপি – জামাত জোটের ডাকা ১০ দফায় ৪৮ ঘন্টার অবরোধের ২য় দিনে নৈরাজ্যে, জালাও, পোড়াও, ভায়ংচুর, অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে এবং সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় রাজপথে আবারও অবস্হান নিলেন বঙ্গবন্ধুর আদর্ষের সৈনিক আজমেরী ওসমান। এসময় তিনি কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় ও সাদা পতাকা উরিয়ে রাজপথে গাড়ী বহরের শোভাযাত্রার মাধ্যমে অবৈধ অবরোধ এর বিরুদ্ধে মিছিলের নেতৃত্ব দেন ।
নারায়ণগঞ্জে রাজনীতির ময়দানে পরিক্ষিত গনমানুষের নেতা প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমান । প্রতিদিনই তার ব্যাক্তিগত উদ্দ্যেগে এ কর্মসূচী পালন করছে তার নেতাকর্মীরা । যার যারফলে সাধারণ মানুষ স্বস্তিতে থেকে তাদের পেশাগত দায়িত্ব সঠিক ভাবে করে যাচ্ছে।
এসময় গারীবহরের শোভাযাত্রায় থাকা আজমেরী ওসমানের কর্মি সমর্থকরা রাজপথে আজও বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পূরো রাজপথ। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সরকার বার বার দরকার, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন,ডাক দিয়েছেন আজমেরী ভাই ঘড়ে থাকার সময় নাই।স্মার্ট বাংলাদেশ গড়বো, পুনরায় শেখ হাসিনা কে ক্ষমতায় আনবো, যে বলেরে হরতাল তার মাথায় পানি ঢাল, এমনই সব শ্লোগান দিতে দেখা যায় তাদের।
বৃহস্পতিবার (৭ ই ডিসেম্বর) বাদ আসর নগরীর কলেজ রোড হতে বিশাল গাড়ি বহরের মাধ্যমে সোভাযাত্রাটি নিয়ে বের হয় ।
এসময় মিছিলটি চাষাড়া গোল চত্বর হয়ে খানপুর,হাজীগঞ্জ, গোদনাইল, আদমজী, সিদ্দিরগন্জ,ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, জালকুড়ি, লিংকরোড,, পন্চপটি সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে,পূণরায় রাতে কলেজ রোড এলাকায় আজমেরী ওসমানের নিজ বাসভবন এর সামনে এসে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সদর -বন্দর ৫ আসনের ৪ বারের সফল নির্বাচিত সাংসদ আধুনিক নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনকের নির্মম হত্যার বদলা নেওয়ার যুদ্ধের অন্যতম সেনাপতি, আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান, নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার ও তারুণ্যের আইকন, বঞ্চিত মানুষের আশ্রয়স্থল আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রতিটি পাড়া মহল্লায় রাজাকারের দোসর বিএনপি-জামাত জোটকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যুব সমাজ আজ রাজপথে নেমে এসেছে। আমরা পরিস্কার ভাষায় বলছি, আমাদের নেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জে হরতালের অবরোধের নামে কোন প্রকার ভাংচুর, অগ্নি সংযোগ, নাশকতার মাধ্যমে কনো সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। মানবতার মানসকন্যা, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। অপরদিকে দুপুর থেকে তার কর্মি সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে গাড়ীবহরে জাতীয় ও সাদা পতাকা হাতে নিয়ে জরো হতে থাকে।
এসময় উপস্হিত ছিলেন যুবনেতা মোঃ নাসির উদ্দীন, কাজী আমির হোসেন, মোঃমনির হোসেন,মোঃ সুমন শ্রমিক নেতা হাজী রহমত উল্লাহ, আনোয়ার হোসেন আনু, মোস্তফা ভান্ডারী, সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ। এর আগে দুপুরে আজমেরী ওসমানের আয়োজনে উপস্থিত কর্মি সমর্থকদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশ করে তার অনুসারীরা।