নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খাঁন কাজল এর আশু সুস্হতা ও রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (বাদ এশা বঙ্গবন্ধু সড়কে অবস্হিত হান্ডি মাটন রেষ্টুরেন্টে আনন্দধামের উদ্দ্যেগে ও সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার মোঃ মারুফের সার্বিক ব্যাবস্হপনায় এ দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এসময় আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুু”র সভাপতিত্বে ও যুগ্ন মহাসচিব এ্যাড, জসিম উদ্দিনের সন্চালনায় ভার্র্চ্যুয়েলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আনন্দধামের প্রতিষ্ঠতা চেয়ারম্যান মুঃ তানভীর হায়দার খান । সংগঠনের মহা সচিব বিশ্বজিৎ সাহা, অতিরিক্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার মোঃ মারুফ, মতিউর রহমান মুক্তি, অতিরিক্ত চেয়ারম্যান আজিজুর রহমান (বাবু),প্রধান সমন্নয়কারী বাবু রিপন ভাওয়াল, সাহিত্য পরিচালক এনামুল হক প্রিন্স,আন্তর্জাতিক পরিচালক আখতারুজ্জামান আক্তার, হিউমান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এবি এম জাকারিয়া সহ প্রমূখ।
এছাড়াও আনন্দধাম সামাজিক সংগঠনের কেন্দ্রিয় কমিটির সকল নেতৃবৃন্দ ও কার্য্যনির্বাহি সদস্য গন। দোয়া মাহফিল পরিচালনা করেন নুর মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল্লাহ।