নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন –২০২৩ এর উপলক্ষে অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ নভেম্বর ) সকাল ১১টায় স্কুল অডিটোরিয়ামে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন মাস্টার এর সঞ্চালনায় ও অত্র স্কুলের আজীবন দাতা সদস্য ও পর্ষদের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আ:কুদ্দুস,দাতা সদস্য মো.মোশাররফ হোসেন, সাবেক শিক্ষানুরাগী সদস্য মো. মাহমুদ হোসেন, শিক্ষানুরাগী মতিউর রহমান জর্জ মিয়া মাস্টার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মো. সোহেল আহম্মেদ মাইজ ভান্ডারী, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সভাপতি মো.সোহারাব ভূঁইয়া,আহবায়ক কমিটির সদস্য আবু তাহের জাহাঙ্গীর, এডভোকেট দিদারুল ইসলাম, অভিভাবক সদস্য মো.ফারুক,অভিভাবক সদস্য আবুল হোসেন, সমাজ সেবক কাবাদ শেখ,অভিভাবক সদস্য জেসমিন আক্তার,সাইদুর রহমান সেন্টু সহ প্রমুখ।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেন,সহকারী শিক্ষক নাসরীন আক্তার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, পূর্ব চরগড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠনের লক্ষ্যে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষিত হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারুিখ ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর। জমাদান পর্ব শেষ হওয়ার পর আগামি ২৭ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ। তফসিলে ২৯ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামি ১৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।