শ্রী শ্রী শ্যামা কালী পুজা উপলক্ষে নিতাইগঞ্জে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন
সোমবার ১৩ নভেম্বর বিকাল থেকে নিতাইগঞ্জে স্হায়ী ও অস্হায়ী মন্দিরে জেলা ও মহানগর নেতা কর্মীদের নিয়ে এ পরিদর্শন করেন।
রাতে পূবালী সল্ট পুজা মন্ডপ,নলুয়া আব্দুল হাকিম জয়যাএা পুজা মন্ডপ,২ নং কাচারীগল্লী ঋষিপাড়া বন্দ্ধু মহল পুজা উদযাপন কমিটি,একতা বন্দ্ধু মহল পুজা উদযাপন কমিটিসহ আরো অনেক মন্দিরে।
এসময় উপস্হিত মহানগর পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি হিমাদ্রী সাহা হিমু,কৃষা আচার্য,বন্দ্ধু মহলের বিপ্লব দাস সানজু দাস বাধন দাস দিপঙ্কর দাস সিবা দাস দীপ দাস প্রান্ত দাস ইমন দাস সৌরভ দাস অজয় দাস অর্পন দাস শিবু দাস শিবচরণ দাস শিবাস দাস হ্রদয় দাস সুজন একতা বন্দ্ধু মহলের সভাপতি অনিক দাস সহ সভাপতি সৌরভ দাস জয়যাএা সভাপতি পলাশ দাশ প্রমূখ।