মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড লালমনিরহাট জেলা শাখার কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার ( ২৯ সেপ্টম্বর ) বিকাশে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের মাধ্যমে জেলা আহবায়ক মো: নওজেস উদ্দিন আহম্মেদ বাপ্পির সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শামীম আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক কামরুল হাসান বিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক – মো. শহিদুল ইসলাম, উপ শ্রম বিষয়ক সম্পাদক মো, মারুফ হোসেন, নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর আহবায়ক গোলাম রব্বানী হিরু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ জেলার ০৫ উপজেলা কমিটির নেতা-কর্মীবৃন্দ।