নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিম ৮ নং ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ি বৌ বাজার পুল সংলগ্ন আল মদিনা জামে মসজিদ এর মুতাওয়াল্লী হাজী সোহরাব উদ্দিন ভূইয়ার পুত্র সেলিম ভূইয়া(৪৪) ও হাজী আব্দুল রব প্রধান এর পুত্র মসজিদ এর সাধারণ সম্পাদক শামীম হাসান (৫৪) কে মারধরের অভিযোগ উঠে এসেছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
লিখিত অভিযোগের বিবরণে জানা যায় যে, ২রা মে রাত্র অনুমান ০৯:৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদানাইল চৌধুরীবাড়ী বৌ-বাজার পুল এলাকার আল মদিনা জামে মসজিদ এর ভিতর মসজিদ উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়া কথা বার্তা চলাকালীন সময় ১। কাজী মহাসিন (৫৩), ২। কাজী ওয়াসিম (৪২), ৩। মোঃ সজল (৩০) সর্ব পিতা- বেস্তুকারী, ৪। নাপতা দিলু (৫২), পিতা- অজ্ঞাত, ৫। মোঃ ফয়সাল (২৫), ৬। আল আমিন (২৩), উভয় পিতা- নাপতা দিলু, ৭। মোঃ আশিক (৩৫), ৮। আনিছ (২৮), ৯। মোঃ অনিক (২৪), সর্ব পিতা- মামলানা আম্বর আলী, ১০। দিলু মুন্সি (৬০), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- গোদনাইল চৌধুরীবাড়ী বৌ-বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা আরো ৫/৬জন মসজিদে প্রবেশ করে মোঃ সেলিম ভূঁইয়া ও মোঃ শামীম হাসান কে বে-আইনী জনাতাবন্ধে দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া অকথ্য ভাষায় গাগিালাজ করিতে থাকে। এ সময় সেলিম ভূইয়া বাধা নিষেধ করিলে তাহারা সেলিম ভূইয়ার পাঞ্জাবীর কলার ধরিয়া টানদিয়া মসজিদ হইতে বাহির করিয়া এলোপাথারী চর, থাপ্পর, কিল, ঘুষি ও লাথি দিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। এ সময় তাহার ডাক চিৎকারে মোঃ শামীম হাসান আগাইয়া আসিলে অপরাধীরা শামীমকে এলোপাথারী, চর, থাপ্পর, কিল, ঘুষি ও লাথি দিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। এ সময় তাহাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে অপরাধীরা চলে যাবার সময় হুমকি দেন সুযোগমত পাইলে খুন করিয়া লাশ গুম করিবে।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন ধাওয়া পাল্টা ধাওয়ার কথা স্বীকার করলেও বাকী সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন শুক্রবার বাদ জুমা আমাকে ধাওয়া ও আমার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে মসজিদ কমিটির লোকজন।
ভুক্তভোগীদের দাবী ঘটনার সত্যতা যাচাই করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহন করার।