পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ শত শত নেতাকর্মী নিয়ে যোগদান করেছে।
বুধবার (১ মে) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগ আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদির এর নেতৃত্বে নেতাকর্মীর সমাবেশে যোগদেন। সমাবেশে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন আর বাদ্য-বাজনা ও স্লোগানে স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে মুখরিত করেন।
এ সময় তার সাথে ছিলেন, জেলা জাতীয় শ্রমিকলীগ প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক, সদস্য মজিবুর রহমান,আলী হোসেন, শাহাবুদ্দিন পাঠান, হুমায়ূন কবির, মো.আলমগীর হোসেন, এস এম কাদির, আনোয়ারুল হক সুমন, রবিউল আলম,সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রোবায়েত হোসেন শান্ত,সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান বিপ্লব, ট্যাঙ্ক লরি অ্যাসোসিয়েশন এর আশারাফ উদ্দিন, গাজী লিটন, সিরাজুল ইসলাম কবি, শেখ পারভেজ হোসেন জিতু, শহিদুল ইসলাম উজ্জ্বল, মো.সোহেল, মো. শাহ্ আলম প্রমুখ।