শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে প্রতিবাদ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ  যারা অরাজকতা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ -জুয়েল হোসেন গনতান্ত্রিক আন্দোলন এর নামে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় আমরা প্রতিহত করবো -এ্যাড, দ্বীপু  কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে  আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত  আমি বাঙালি হয়েও পাক হানাদার ও রাজাকারদের তান্ডব দেখেছি – এ্যাড, খোকন    হাসপাতালে ভর্তি শামীম ওসমান নিহত মেধাবী ছাত্র সাঈদ এর হত্যার বিচার করতে হবে – হাফিজুল ইসলাম  নগরীতে কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  আদালতে আনা হয়নি   জাকির খান কে, নগরীতে  বিক্ষোভ 

অবন্তী কালার টেক্সে”র শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে — পলাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯৪ 🪪

মিথ্যা মামলা প্রত্যাহার ও বকেয়া বেতন পাও নাদী, আাদায়ের দাবিতে অবন্তী কালার টেক্স,র শ্রমিকবৃন্দ ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্র এর নেতৃবৃন্দ ছাঁটাই-নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও বকেয়া বেতন আদায় সহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে । শুক্রবার (৩রা মে) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ নগরীর শহিদ মিনারের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করে, নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে, পুনরায় চাষাড়া বিজয়স্তম্ভে এসে সমাপনি বক্তব্য এর মাধ্যমে এ কর্মসূচী পালন করেন।

এসময় জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্রকার্র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশ প্রধান অতিথির বক্তব্যে বলেন, অবন্তী কালার টেক্সের মালিক শ্রম আইন লঙ্ঘণ করে মাসের পর মাস শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রাখে। প্রত্যেক মাসেই বেতন নিয়ে ঘোরাঘুরি করে। কোন শ্রমিক কথা বললেই তাঁকে চাকুরিচ্যুত করা হয়। জুটসন্ত্রসী দিয়ে হুমকি দিয়ে ভয় দেখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়া হয়। শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক কোন কারখানায় এক মাস কাজ করার পর পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে তাঁর বেতন পরিশোধের কথা থাকলেও অবন্তী কালার টেক্সের মালিক আইন-কানুনের তোয়াক্কা করে না। বিনা কারণে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিক ছাঁটাই-নির্যাতন হয়রানি করে যাচ্ছে।
তিনি আরও বলেন বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা সময় মতো বেতন না পাওয়ার ফলে চরম সংকটে তাঁদের দিনাতিপাত করতে হচ্ছে। গত মার্চ মাসের বকেয়া বেতন আদায়ের জন্য ২১ এপ্রিল শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, সংকট নিরসনে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিয়ে উল্টো
মালিক পক্ষ ৮৩০ জন শ্রমিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বে-আইনিভাবে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বরদাশত করা হবে না। হুমকি-ধামকি দিয়ে ভয় দেখিয়ে শ্রমিকের দাবি আদায়ের আন্দোলন দমিয়ে রাখা যাবে না, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না। অবিলম্বে শ্রমিক হয়রানির মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ’সহ চাকুরিচ্যুত শ্রমিকদের আইনানুগ যাবতীয় পাওনা পরিশোধের আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।

এসময় আরও বক্তব্য রাখেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্র নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন সেন্টু, রাজু আহম্মেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102