নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত শিল্পপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত পরিচালক মোঃ সোহাগকে অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ব্যবসায়ীরা। এই দাবিতে শুক্রবার সকালে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একটি প্রতিনিধিদল।
ব্যবসায়ী নেতা সোহান আহাম্মেদ বাবু’র নেতৃত্বে চেম্বারের প্রতিনিধিদলটি এই স্মারকলিপি জমা দেয়। এতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১ জুন, রবিবার, রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসায়ী মোঃ সোহাগ ঢাকা সচিবালয় থেকে ব্যক্তিগত গাড়িতে করে নারায়ণগঞ্জের বাসায় ফেরার পথে অপহৃত হন। এর পরদিন, ২ জুন সোমবার, তাকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে।
চেম্বার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী পর্যন্ত দীর্ঘ পথে অসংখ্য চেকপোস্ট থাকা সত্ত্বেও অপহৃতকে বহনকারী গাড়িটি কীভাবে নির্বিঘ্নে চলে গেল, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতার এমন অপহরণ শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং এটি সমগ্র ব্যবসায়ী সমাজ এবং নারায়ণগঞ্জের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর একটি বড় আঘাত।”
এই ঘটনায় গত ৩ জুন মোঃ সোহাগের পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) সকল ব্যবসায়ীর পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে চেম্বারের পরিচালকসহ সকল ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”
ব্যবসায়ী সমাজের এই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছে জেলার ব্যবসায়ী মহল।