রবিবার, ১৫ জুন ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার বিএনপির প্রার্থী হওয়া নির্ভর করছে মানুষের চাওয়ার উপর: মাসুদুজ্জামান মাসুদ বিল্লাল হোসেন চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব

ভুঁইঘর বাজারে জেলা প্রশাসনের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার, ০৪ জুন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জেলার ভুঁইঘর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অভিযানটির নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম।

অভিযানে বেশ কয়েকটি পশু বিক্রির দোকানে পশু জবাইয়ের ক্ষেত্রে গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লাইসেন্সবিহীন পশু জবাই, জবাইয়ের পূর্বে ও পরে ভেটেরিনারি কর্মকর্তার দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানো এবং জবাই স্থানের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। এসব অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারা অনুযায়ী চারটি পৃথক মামলায় মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি, অভিযুক্ত ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে এবং যথাযথ নিয়ম অনুসরণ করে পশু জবাই করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে একটি মানবিক ঘটনাও ঘটে। পরিবহনের সময় প্রায় ছয় মণ ওজনের একটি গরু আহত হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সেটির চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে, সদর উপজেলা ভেটেরিনারি সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে গরুটি কোরবানি করে তার মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন থাকার, নিয়ম মেনে চলার এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102