শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতাইগঞ্জ এলাকায় ৫ আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ সেদিন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, তারা বিএনপির কেউ নয়: এড. টিপু এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি এদেশের জনগণ মেনে নিবে না-আতাউর রহমান না’গঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মাওলানা আবু সাঈদ সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক অনুদান প্রদান জুলাই দিবস উপলক্ষে শহীদদের স্মরনে না’গঞ্জ ডক্টরস ফোরামের দোয়া অনুষ্ঠিত সাংবাদিক জুয়েল রানার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে যুবদল নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে বিক্ষোভ শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করার আহ্বান জেলা প্রশাসকের

১লা আগষ্ট থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু করবে – নুরুল ইসলাম সুজন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৬৩ 🪪

দীর্ঘ দিন নারায়নগঞ্জে রেল যোগাযোগ বন্ধ থাকার পর আগামী ১লা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল রেললাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়া রেলস্টেশনে এসে গনমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে রেল মন্ত্রী এ কথা জানিয়েছেন।

এসময় মন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেল লাইনের সাথে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময় ক্ষেপন হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে।

প্রকল্প দু’টির কাজ দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরাতন দুইটি লাইনের প্রকল্পের কাজ এক সাথে এগিয়ে চলছে।
আগামি বছরের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ করার ব্যাপারে রেল মন্ত্রী আশা প্রকাশ করেন। এছাড়া ২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেল লাইনের কাজটি শেষ করার পরিকল্পনার কথাও মন্ত্রী জানান।
তিনি আরও বলেন, আগামি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল রান (পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল) শুরু করা হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।

এসময় উপস্হিত থেকে স্থানীয় সরকার উপ সচিব, চাষাঢ়া রেল স্টেশন মাষ্টার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা রেল মন্ত্রীকে অভ্যর্থনা জানান। মন্ত্রী প্রায় পনের থেকে বিশ মিনিট চাষাঢ়া রেল স্টেশনে অবস্থান করেন। এসময় সাংবাদিকদের ব্রিফিং দিয়ে পুনরায় গ্যাংকারে চড়ে ফিরে যান তিনি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের উপর দিয়ে পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের কাজের কারণে গত বছরের ৪ ডিসেম্বর থেকে তিন মাসের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল মন্ত্রনালয়।
তবে প্রায় আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ট্রেন চলাচল শুরু না হওয়ায় দূর্ভোগ পোহাচ্ছেন রেল পথের নিয়মিত যাত্রীরা। রেল মন্ত্রীর ঘোষণা অনুযায়ি আগামি ১ আগস্ট ট্রেন চালাচল শুরু হলে ভোগান্তি থেকে রেহাই পাবেন রেলযাত্রীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102