১৯ রমজান (২০ মার্চ) বৃহস্পতিবার ৪ ঘটিকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বুবলি’র সার্বিক ব্যবস্থাপনায় এ সময় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিমু আক্তার, শিউলী কাশেম, মাকসুদা আক্তার, মাহমুদুল হক,আবৃত্তি শিল্পী সবুজ রায়,মোঃ সোহেল, সুইটি আক্তার, পপি বেগম। এছাড়াও অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন তমা, জিয়াসমিন আক্তার সীমা,ইমা শেখ ইমু,ইভা রহমানসহ প্রমূখ।