সোমবার (২০শে জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রচারনা চালান তারা ।
এসময় হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল এর পরিচালনা পরিষদের আহ্বায়ক ও বদিউজ্জামান টেক্সটাইলের কর্নধার আলহাজ্ব বদিউজ্জামান বদু ভোটারদের উদ্দেশ্য বলেন আপনারাই আমাকে ২০১৮ সালের নির্বাচনে আমি সহ ১৪জন কে নির্বাচিত করেছিলেন বলেই, আপনাদের সেবক হিসেবে হোসিয়ারী শিল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পেরেছিলাম।
তিনি বলেন আবারও যদি সুযোগ দেন তাহলে ছোট ব্যাবসায়ীদের জন্য ক্ষুদ্র রিনের দেওয়ার জন্য একটি পরিকল্পনা গ্রহন করবো যাতে করে তাদের অন্ন্যের মুখাপেক্ষী হতে না হয়।
এ শ্লিপের মালিকরা আমাকে আপন মনে করেন বিধায় গতবার আমাকে নির্বাচিত করেছিলেন, এজন্য আমিও তাদের আপনজন হিসেবে আপদে বিপদে পাশে থাকি। তারা আমাকে যখনই ডাকেন আমি ছুটে আসি এ-ই নয়ামটিতে। আমি সবসময় মালিকদের স্বার্থ রক্ষায় কাজকর্ম পরিচালনা করি।