তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইলেন সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী হিসেবে।
এসময় তিনি বলেন আমি একজন ব্যাবসায়ী হিসেবে আপনাদের সামনে এসেছি, বিগতদিনেও আপনারা আমাকে ভোট দিয়ে নিবার্চিত করেছিলেন সেবা করবার জন্য। জানিনা কতটুকু সেবা দিতে পেরেছি।
আজ আমি নির্বাচনে দাড়িয়েছি আপনাদের ভোটের অধীকার ফিরিয়ে দিতে। এবং আপনাদের পাশে থেকে যেনো যেনো কাজ করতে পারি হোসিয়ারী শিল্পের উন্নয়ন এর জন্য । আমি সহ আমাদের প্যানেল কে নির্বাচিত করার জন্য্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। শনিবার (১৮ই জানুয়ারি) সকালে নগরীর নয়ামাটি হোসিয়ারী মালিক দের সাথে একসভায় তিনি এসব কথা বলেন।