শনিবার (১৮ই জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রচারনা চালান তারা ।
এসময় হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল এর পরিচালনা পরিষদের আহ্বায়ক ও বদিউজ্জামান টেক্সটাইলের কর্নধার আলহাজ্ব বদিউজ্জামান বদু ভোটারদের উদ্দেশ্য বলেন আপনারাই আমাকে ২০১৮ সালের নির্বাচনে আমি সহ ১৪জন কে নির্বাচিত করেছিলেন বলেই, আপনাদের সেবক হিসেবে হোসিয়ারী শিল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পেরেছিলাম।
তিনি বলেন আবারও যদি সুযোগ দেন তাহলে ছোট ব্যাবসায়ীদের জন্য ক্ষুদ্র রিনের দেওয়ার জন্য একটি পরিকল্পনা গ্রহন করবো যাতে করে তাদের অন্ন্যের মুখাপেক্ষী হতে না হয়।
এ শ্লিপের মালিকরা আমাকে আপন মনে করেন বিধায় গতবার আমাকে নির্বাচিত করেছিলেন, এজন্য আমিও তাদের আপনজন হিসেবে আপদে বিপদে পাশে থাকি। তারা আমাকে যখনই ডাকেন আমি ছুটে আসি এ-ই নয়ামটিতে। আমি সবসময় মালিকদের স্বার্থ রক্ষায় কাজকর্ম পরিচালনা করি।
তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইলেন, এবং বলেন এবার যেনো উনারা পুরো প্যানেল কে নির্বাচিত করেন এ আহ্বান জানিয়ে সকল মালিকদের পরিপূর্ণ সুস্হ্যতা কামনা করছি।
এসময় তিনি বলেন আমি একজন ব্যাবসায়ী হিসেবে আপনাদের সামনে এসেছি, বিগত আওয়ামী লীগের সময় ১০টি বছর ভোট দিতে পারেননি ভোটের অধীকার টুকু হরন করেছে একটি স্বার্থন্নেশি মহল।
এতোদিন যারা সিলেকশনের মাধ্যমে নির্বাচন করেছে বিধায়, আজকে হোসিয়ারী মালিকদের খোঁজখবর কেউ রাখেন। আমরা বিশ্বাস করি সুন্দর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত। অবশেষে ভোটারদের প্রতি আবারও অনুরোধ রইলো উনারা যেনো আমাদেরকে ভোট দিয়ে নিবার্চিত করে তাদের কে পুনরায় সেবা করার সুযোগ দেন।