শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের এড. সাখাওয়াত এর শুভেচ্ছা সবুজের পথে নারায়ণগঞ্জ: এক লক্ষ বৃক্ষরোপণের মাইলফলক অর্জন কবর জিয়ারতের মাধ্যমে ‘ওয়ারিয়র্স অব জুলাই নারায়ণগঞ্জ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় সভা জুলাই সনদের স্বীকৃতি ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে – মমিনুল হক সরকার শেখ হাসিনার সময়ে নারায়ণগঞ্জে অনেক গডফাদার সন্ত্রাসী তৈরি হয়েছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা: প্রধান আসামি রাসেল ফকির হবিগঞ্জ থেকে গ্রেপ্তার না’গঞ্জ আইনজীবী সমিতির নতুন চেম্বার কমপ্লেক্সের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল

হোসিয়ারী শিল্পের মালিকরা আমার আপনজন নির্বাচিত করলে তাদের সেবক হয়ে কাজ করবো – বদু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ 🪪
আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) ইং-নিবার্চনে  আলহাজ্ব বদিউজ্জামান বদু’র নেতৃত্বাধীন   হোসিয়ারী মালিক ঐক্যজোট  মনোনীত প্যানেল এর সাধারণ গ্রুপের  পরিচালক পদপ্রার্থীরা নির্বাচনি প্রচারনা চালিয়েছি নয়ামাটি এলাকায়।
শনিবার  (১৮ই জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রচারনা চালান তারা । 
এসময় হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল এর পরিচালনা পরিষদের আহ্বায়ক ও বদিউজ্জামান টেক্সটাইলের কর্নধার আলহাজ্ব বদিউজ্জামান বদু ভোটারদের উদ্দেশ্য বলেন আপনারাই আমাকে ২০১৮ সালের নির্বাচনে আমি সহ ১৪জন কে নির্বাচিত করেছিলেন বলেই, আপনাদের সেবক হিসেবে হোসিয়ারী শিল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ  করতে পেরেছিলাম।
 তিনি বলেন আবারও যদি সুযোগ দেন তাহলে  ছোট ব্যাবসায়ীদের জন্য ক্ষুদ্র রিনের দেওয়ার জন্য একটি পরিকল্পনা গ্রহন করবো যাতে করে তাদের অন্ন্যের মুখাপেক্ষী হতে না হয়।
এ শ্লিপের মালিকরা আমাকে আপন মনে করেন বিধায় গতবার আমাকে নির্বাচিত করেছিলেন, এজন্য আমিও তাদের আপনজন হিসেবে আপদে বিপদে পাশে থাকি। তারা আমাকে যখনই ডাকেন আমি ছুটে আসি এ-ই নয়ামটিতে। আমি সবসময় মালিকদের স্বার্থ রক্ষায় কাজকর্ম পরিচালনা করি।
তিনি ভোটারদের কাছে  দোয়া ও ভোট চাইলেন, এবং বলেন এবার যেনো উনারা  পুরো  প্যানেল কে নির্বাচিত করেন এ আহ্বান জানিয়ে সকল মালিকদের পরিপূর্ণ সুস্হ্যতা কামনা করছি।
 এসময় তিনি বলেন আমি একজন  ব্যাবসায়ী হিসেবে আপনাদের সামনে এসেছি,  বিগত আওয়ামী লীগের সময় ১০টি বছর ভোট দিতে পারেননি ভোটের অধীকার টুকু হরন করেছে একটি স্বার্থন্নেশি মহল।
 এতোদিন যারা সিলেকশনের মাধ্যমে নির্বাচন করেছে বিধায়, আজকে হোসিয়ারী মালিকদের খোঁজখবর কেউ রাখেন। আমরা বিশ্বাস করি সুন্দর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত। অবশেষে ভোটারদের প্রতি আবারও অনুরোধ রইলো উনারা যেনো আমাদেরকে ভোট দিয়ে নিবার্চিত করে তাদের কে পুনরায় সেবা করার সুযোগ দেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102