গত ১০ ই জানুয়ারী শুক্রবার রাতে হাজীপুর মসজিদ সংলগ্ন বালুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ গঞ্জ মহানগর বিএনপি নেতা বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ফরিদ হোসেন।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মাহবুব হোসেন এর সভাপতিত্বে হাজীপুর বায়তুল আলম জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক শহিদ হোসেন সঞ্চালনায় ও খোকন প্রধান পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪’,৫’,৬,নং ওয়ার্ড এর মহিলা মেম্বার বিউটি বেগম,হাজীপুর পঞ্চায়েত কমিটি সভাপতি নুর মুহম্মদ।হাজীপুর এর কৃতি সন্তান হাজীপুর গাউছিয়া কমিটির সভাপতি সাংবাদিক রুহুর আমিন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম সহ -সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ রতন, সমাজ সেবক স্বপন ভেন্ডার, বেলায়ত হোসেন, সেরাজুল ইসলাম,বন্দর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ অত্ত এলাকায় গর্নম্যান বৃক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন খেলাটি আয়োজন করেন, আরমান, রমজান, আশিক, কাইয়ুম, সুজত,মুন্না, সাব্বির সজিব, হ্দয়, সানি,নিসাত,আলামিন,রায়াত, শাওন,শুভ,মাসুদ,মন্জুর,আজিজ,আলহাসান,সোহেন,নিজয়ও তৌহিদ,প্রমূখ।
উক্ত ফাইনাল খেলা যে দুইটি দল অংশ গ্রহন করেন বন্দ্ধু মহল, বনাম বাংলা টাইগার্স,এ মধ্য বন্ধু মহল চেম্পিয়ান হয়েছেন।