শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পিবিআই ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: গিয়াসউদ্দিন ব্যবসা দেওয়ার নামে, কোটি টাকা আত্মসাৎ, প্রতারক শাহিনের বিরুদ্ধে অভিযোগ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে না’গঞ্জ মহানগর  কৃষক দলের  বর্ণাঢ্য র‍্যালী মুদি দোকানের অন্তরালে মাদক ব্যবসা! নগরীর ৫ নং ঘাট এলাকায় শ্রমিক সংগঠনের অফিস ভেঙে ফেলায় উত্তেজনা নৌ-যান শ্রমিকদের কার্যালয়ের স্বার্থে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবো- শোখন গোগনগরে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা সমন্বয়ক।দের গাড়িতে হামলার ঘটনায় স্থানীয় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার

মরহুম হাবিবুর রহমান হাবিব এর স্মরণে স্মৃতি ডিগবল টুর্নামেন্টে পাঠানটুলী কিং দল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৪ 🪪
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমরা মোহামেডান এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয়  সভাপতি ও  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব এর স্মরণে  স্মৃতি ডিগবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 
১৫ নভেম্বর, শুক্রবার ৩ টায় নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জ থানাধীন  পাঠানটুলী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শেষে আইলপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
 আমরা মোহামেডান এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডি এইচ বাবুল এর    সভাপতিত্বে এসময়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা-  শিরীন হাবিব। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক-  ভিপি মাসুকুল ইসলাম রাজিব, আমরা মোহামেডান কেন্দ্রীয়  উপদেষ্টা- আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। আমরা মোহামেডান এর কেন্দ্রীয় সভাপতি-  খোরশেদ আলম নাসির। আমরা মোহামেডান এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক- মাসুদ আহমেদ চৌধুরী,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-  মঈনুল হোসেন রতন, আমরা মোহামেডান এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক-  জাহাঙ্গীর হোসেন স্বাধীন,  ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পদক- মোশারফ হোসেন, সাবেক জাতীয় দলের খেলোয়ার- সুজন ভূঁইয়া ও  সোহেল রানা। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া।
গত ১১ অক্টেবর এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধনী হয়। খেলায় অংশগ্রহণ করেন   মোট ১৬ টি দল। ১৬ টি দলের মধ্য থেকে   ফাইনাল রাউন্ডে উঠে আসে পাঠানটুলী কিং দল ও পাঠানটুলী একাদশ। চূড়ান্ত পর্বে পাঠানটুলী  একাদশকে ট্রাইব্রেকারে ১ গোলে পরাজিত করে পাঠানটুলী কিং দল বিজয় অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঠানটুলী কিং দলের অধিনায়ক টাইগার দুলাল উপস্থিত অতিথিদের কাছ থেকে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন এবং রানার্সআপ অর্জনকারী পাঠানটুলী একাদশ এর অধিনায়ক ঝন্টু পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আমরা মোহামেডান কেন্দ্রীয়  যুগ্ম সম্পাদক আক্তার হোসেন।
এ সময় স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন রোকন, জাহাঙ্গীর মাদবর,চাঁনমিয়া,টিপু,জাকির,দেলোয়ার, জামান, রহমত উল্লাহ,হাবিব,সুজন,শিপন, তোফাজ্জল,  সেলিম, রাশেদ,বাদশা খান, আরিফ, আলমগীর, শাহীন, কৌশিক,উজ্জ্বলসহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102