শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাকির চেয়ারম্যান ভালো মানুষ, তাকে এলাকাবাসী ভালো বাসে – এ্যাড, টিপু  কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাশিপুরে ভোলাইল ঈদে রুহি শাহী ওরশে বেছালী অনুষ্ঠিত সৈয়দ শামছুদ্দিন শাহ বোগদাদী (রঃ) এর ৭১ তম বাৎসরিক ওরশ মোবারক শুরু হোসিয়ারী সমিতির নব-নির্বাচিত পরিচালক ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  আর কোন ফ্যাসিবাদ বাংলার জনগণ দেখতে চায় না – মাওলানা দেলোয়ার হোসেন সাকি অমর একুশে বইমেলায় উন্মোচন হলো কবি জয়নাল আবেদীন জয়-এর ‘রক্তজবা’ কাব্যগ্রন্থ কিংবদন্তি নেত্রী হেনা দাসের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সমাধিতে জেলা মহিলা পরিষদ  শ্রদ্ধাঞ্জলি টিসিবি”র পন্য নিয়ে কোনো তালবাহানা চাই না  দ্রুত দেওয়ার দাবী জানালো – নাগরিকরা   বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৫ 🪪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি দোলন ভুঁইয়া হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সভা- বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
 ৯সেপ্টেম্বর সোমবার কাঞ্চন-মুড়াপাড়া-রূপসী সড়কের আতলাশপুর বেলতলা এলাকায় তারা এ মানববন্ধন করে। মানববন্ধন পূর্বক বেলতলা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মামলার বাদী আব্দুস সামাদ ভুঁইয়া। 
সভায় বক্তব্য রাখেন আতলাশপুর এলাকার আব্দুল বরাত বাবু, দোলন ভুঁইয়ার মা ফরিদা বেগম- বোন তন্নী আক্তার- চাচী জেনিফা ইয়াছমিন- আশিক ভুঁইয়া- মুকুল হোসেন প্রমুখ। 
সভায় বক্তারা বলেন- গত ৪সেপ্টেম্বর ছাত্রদল নেতা দোলন ভুঁইয়াদের ফসলি জমির উপর দিয়ে একই গ্রামের ফসিউজ্জমানের ছেলে সাবিত ভুঁইয়ার নামীয় ড্রেজারের বালুর পাইপ বসাতে গেলে দোলন ভুঁইয়া বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে ৪০-৪৫ সদস্যের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে রামদা- ছেনি- চাইনিজ কুড়াল- লোহার রডসহ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দোলন ভুঁইয়ার হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। আহত দোলন ভুঁইয়াকে -২৮- পঙ্গু হাসপাতালে ও তার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া -৬২- এবং আনোয়ার হোসেনকে -৪৮- স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার আসামী কাউসার- আওলাদ- ইসরাফিল- সেলিম ও রাব্বিসহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট ও ঢাকা-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।  
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন- ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 
উল্লেখ্য এ ব্যাপারে দোলন ভুঁইয়ার চাচা আব্দুস সামাদ ভুঁইয়া বাদী হয়ে ২৬জনকে নামীয় ও অজ্ঞাত ২০- ২৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102