শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে প্রতিবাদ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ  যারা অরাজকতা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ -জুয়েল হোসেন গনতান্ত্রিক আন্দোলন এর নামে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় আমরা প্রতিহত করবো -এ্যাড, দ্বীপু  কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে  আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত  আমি বাঙালি হয়েও পাক হানাদার ও রাজাকারদের তান্ডব দেখেছি – এ্যাড, খোকন    হাসপাতালে ভর্তি শামীম ওসমান নিহত মেধাবী ছাত্র সাঈদ এর হত্যার বিচার করতে হবে – হাফিজুল ইসলাম  নগরীতে কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  আদালতে আনা হয়নি   জাকির খান কে, নগরীতে  বিক্ষোভ 

জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশ্বর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ 🪪

জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশ্বর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাকির খান মুক্তি পরিষদ এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কমিটির নেতৃবৃন্দ ।

বুধবার (১৩ই সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের নতুন কোর্ট এলাকার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করা হয়।

এর আগে সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানকে আদালতে তোলার কথা থাকলেও, আদালত না বসায় তাকে আদালতে আনা হয়নি। এদিকে জাকির খানের আসার খবরে তার অনুসারী কয়েক হাজার নেতাকর্মীরা আদালত পাড়ায় ভীর জমায়। কিন্তু জাকির খানকে না আনায় তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি লিংক রোড থেকে বের হয়ে নগরীতে প্রবেশ করা পর এসময় নেতাকর্মীরা ‘জাকির খানের মুক্তি চাই’ স্লোগানে দিয়ে উত্তপ্ত করে তুলে নগরীর রাজপথ। পরে মিছিলটি নগরীর বিবি রোড প্রদক্ষিণ করে ২নং রেলগেটস্থ নারায়নগন্জ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে শেষ করা হয়।

এসময় বক্তারা বলেন, জাকির খানকে বাইরে রেখে কখনই নারায়ণগঞ্জ বিএনপিকে শক্তিশালী করা যাবেনা। কারণ, এ নারায়ণগঞ্জ বিএনপির একটি বৃহৎ অংশ জাকির খানকে সমর্থন করে। যারা রাজপথে নামলে সারা নারায়ণগঞ্জ এমনকি সারা দেশও গরম হয়ে ওঠে। তাদের স্লোগানে কাঁপন ধরে আওয়ামী লীগ শিবিরে।

তাই নির্বাচনকালিন এ সময়ে ওই সমস্ত ত্যাগী ও সাহসী নেতাকর্মীদের কোন বিকল্প নাই। দলের স্বার্থেই এই মহুর্ত্বে জাকির খান ও তার সমর্থকদের মূল্যায়ন করা প্রয়োজন। তাই যদি দলকে ভালোবেসে থাকেন, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ আপনাদের হৃদয়ে থেকে থাকে, তাহলে এখনও সময় আছে জাকির খানের বিরুদ্ধে আপনাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নেন। জাকির খানকে মুক্ত করে ঐক্যবদ্ধভাবে দুর্বাব আন্দোলন গড়ে তুলি এবং অবৈধ সরকারকে পতন ঘটাই।

জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লিমুল্লাহ্ করিম সেলিম, মোঃ কবির হোসেন, মোঃশেখ সালেহ্ আহমেদ রনি, মোঃ জাকির, মোঃ কাউসার, লিংকন খান, পারভেজ মল্লিক, ঋষিকেশ মন্ডল মিঠু, দেলোয়ার হোসেন শাহ্, মোঃ সনেট আহমেদ, এইচ, এম, হোসেন, আনোয়ার হোসেন ইমরান, মোঃ শাহাজালাল মুন্সি, মনিরুল ইসলাম খান রেজা, কাঞ্চন আহমেদ, লিংরাজ খান, রাকিব হাসান রাজ, মোঃ হেলাল উদ্দিন, মোবারক খান, মোঃ খোকন, মোঃ জাহাঙ্গীর, মোঃজাকির, সাব্বির আহমেদ, ফাহিম আহমেদ, নয়ন তালুকদার, মোঃরুবেল, মোঃ ইমরান, মোঃ সাইফুল, শুক্কুর আলী বেপারী, মতিউর রহমান, সলিমুল্লাহ্ হৃদয়, আদনান হাসান, মোঃ সাইফুল, মোঃ রাসেল সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102