মুন্সিগঞ্জের মিরকাদিমে সমাজকর্মী কাজলের উপর মেয়র আব্দুস সালাম কর্তৃক হামলার প্রতিবাদে অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থা ( BHDS) মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
শুক্রবার (৪ আগষ্ট) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ান,সোনারগাঁও পৌরসভা কমিটির সভাপতি মোঃ মজিবর রহমান, বন্দর থানা কমিটির সহ সভাপতি রাকিবুল হাসান,মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারন সম্পাদক হামিদুর রহমান জয় প্রমুখ।
বক্তারা বলেন,মিরকাদিম পৌরসভার বাসিন্দা মুক্তিযোদ্ধার সন্তান ও রেমিটেন্স যোদ্ধা কাজল তার নিজ অর্থায়নে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডাস্টবিন নির্মানকালীন মেয়র আব্দুস সালাম অর্তকিত ভাবে কাজলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সেই সাথে মেয়র আব্দুস সালাম কে আইনের আওতায় আনতে হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।