নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার (৬ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে মদনপুর এলাকার হাফসা বেগমের বাড়িতে অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণে গাঁজা, ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আমানুল্লাহ ওরফে মজিবুল (৪৫), বাড়ির মালিক হাফসা বেগম (৫০) এবং মোছা. রামেলা বেগম।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযান শেষে আটককৃত দুই নারী ও এক পুরুষকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।