অভিযোগ সূত্রে জানা যায় গত ১০মে শনিবার বিকালে ফাহিম হোসেন (১২) ফরহাদ হোসেন (১০) বাড়ির পাশে কাঠ বাগানে ছাগলকে ঘাসঁ খাওয়াতে গেলে পাশের বাড়ির আলী আব্বাস, নাসির উদ্দিন, ইয়াসিন গংরা মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেদম মারধর করে। পরে এলাকাবাসীর পঞ্চায়েতর কাছে বিচার সালিশি কথা বললেও কোন সূরাহা না পেয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
থানায় অভিযোগের কথা শোনে আরো ক্ষিপ্ত হয়ে মঙলের গাঁও দুধঘাটা কবরস্থান এলাকায় রাতের আধারে একলা পেয়ে ফাহিমের দাদা সাহেব আলীকে প্রানে মেরে ফেলার পাঁয়তারা চালায় এসময় তার মাথায় দেশীয় রামদা দিয়ে একটি কোপ, হাতে দুইটি কোপ ও পায়ে একটি বর জখম হয়। পরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি না নিয়ে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এতে তার পচুর রক্তক্ষরণ হয়।
এবিষয়ে ভোগক্তভোগী সাহেব আলী জানান আমার দুই নাতিকে বেদম মারধর করলে আমি থানায় অভিযোগ করি এবং বিচার দাবি করি এটাই আমার অপরাধ তাই আমাকে এলোপাথাড়ি কোপিয়ে জখম করে নাসির উদ্দিন গং। আমি সোনারগাঁ থানায় আমি আইন প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইআনুগ ব্যবস্তা গ্রহন করা হবে।