রবিবার, ১৫ জুন ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার বিএনপির প্রার্থী হওয়া নির্ভর করছে মানুষের চাওয়ার উপর: মাসুদুজ্জামান মাসুদ বিল্লাল হোসেন চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব

আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৩২ 🪪

নারায়ণগঞ্জ ২নং রেল গেইট এলাকার মদিনা পেপার হাউজের মালিকানা নিয়ে দীর্ঘদিন মামলা শেষে অবশেষে আদালত থেকে প্রকৃত মালিকগণের পক্ষে দোকানটি বুঝিয়ে দেয়ার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

রবিবার (২৫মে) বিজ্ঞ আদালত রায়ের পর দখলদার ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক।

জানা যায়, নারায়ণগঞ্জের ২ নং রেল গেইট এলাকার মদিনা পেপার হাউজ নামের একটি দোকানের বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার ভাড়া সংক্রান্ত বিষয়ে ঝামেলা সৃষ্টি হলে গত ২০১৪ সনে দোকানটি নিয়ে জনৈক আব্দুর রহিমের তিন পুত্রের পক্ষে ইয়াসিন আরাফাত বাদি হয়ে বিবাদী সানজিদা আক্তারের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে যার নং ৬৭/২০১৪। তিনি তার মামলায় দাবি করেন উক্ত দোকানটি তার পিতা ৩৬০০০/=(ছত্রিশ হাজার) টাকায় পজেশন কিনে নেন এবং বাড়ির মালিককে প্রতিমাসে ৫০০/= (পাঁচ শত) টাকা করে ভাড়া প্রদান করে। কিন্তু কয়েক মাস যাবৎ বাড়ির মালিককে ভাড়া দিতে গেলে সে ভাড়ার টাকা গ্রহন করছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত বাদির পক্ষে রায় দিলে বিবাদী সংক্ষুদ্ধ হয়ে উচ্চ আদালতের সরনাপন্ন হলে উচ্চ আদালত মামলাটি পর্যবেক্ষন করে সানজিদা আক্তারের পক্ষে মামলাটির রায় প্রদান করেন।

এছাড়াও বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জের ফ্যাসিস আওয়ামী লীগের সংসদ সদস্য শামিম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহচর বাদী ইয়াসিন আরাফাত, পলাশ, পরস বন্ধুত্বের সম্পর্ক থাকায় ওসমানীয় শক্তির বলে আরাফাত বাড়িওলার সম্পত্তিটি জোড় পূর্বক দখলের রেখেছিল। আদালতে রায়ে ন্যায় বিচার প্রাপ্ত হওয়ায় বাড়ির মালিক সানজিদা আক্তার এখন তার দোকানটি বুঝে পেতে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না।

এ ব্যাপারে বাড়ির মালিক সানজিদা আক্তারের ভাই সোহেল আমাদের প্রতিবেদককে জানান, দীর্ঘদিন মামলা পরিচালনা শেষে আমার বোন ন্যায় বিচার পেয়েছে। নারায়ণগঞ্জের প্রধান বানিজ্যিক এলাকায় দোকানটি হওয়ায় এই দোকানটির ভাড়া অনেক কিন্তু তারা ক্ষমতার জোড়ে মান্দাত্বা আমলের ভাড়া মাত্র ৫০০/= পাঁচ শত টাকা দিয়ে আসছে। এটা ন্যায়ের অন্তরায়। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা মিথ্যার আশ্রয় নেয়। আমরা মামলা জয়ের পরও তাদের বিরুদ্ধে জোড় না খাটিয়ে আগামী সাত দিনের মধ্যে আমার বোনের সাথে কথা বলে দোকান পরিচালনা করার অনুরোধ জানিয়েছি। আমরা সর্বদা ন্যায়ের পক্ষে আছি এবং থাকবো। অন্যথায় আইনের আশ্রয়ের মাধ্যমে ন্যায় বুজিয়া নিব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102