আইনজীবী ফোরাম জেলা বার ইউনিটের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “জাতীয়তাবাদী আইনজীবী ঘরানার যেসকল আইনজীবী আছেন, প্রত্যেকের মধ্যে ঐক্য গঠন করে এদেশের আইন অঙ্গনে নেতৃত্ব দেওয়া এবং সাধারণ মানুষের আইনের অধিকারকে প্রতিষ্ঠিত করাই আইনজীবী ফোরাম গঠনের মূল লক্ষ্য।”
সভায় বক্তারা সাম্প্রতিক ‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে দেশে সূচিত পরিবর্তনের ধারা নিজেদের মধ্যে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে, ‘জুলাই বিপ্লবে’ অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ফোরামের সদস্যদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়।
আসন্ন আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, “এবারের আইনজীবী সমিতির নির্বাচন অন্যান্যবারের তুলনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে। এবারের নির্বাচন সারাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।” তারা আরও বলেন, “যে ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি, সেই সুষ্ঠু, অবাধ ভোটের লড়াই আমরা নারায়ণগঞ্জ বারে উপহার দিবো।” এই প্রেক্ষাপটে, আইনজীবী সমিতির নির্বাচনের পর আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হলে তা সকলের জন্য কল্যাণকর হবে বলে মত প্রকাশ করেন তারা। অতীতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তারা বলেন, “আমাদেরকে আপনারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন, সেই অপরাধে আমরা অপরাধী হতে চাই না।”
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বার ইউনিটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট বেনজীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, এডভোকেট আসমা হেলেন বিথী এবং সামছুন নূর বাঁধন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান, বারের সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিনিয়র এডভোকেট রফিক আহমেদ, পিপি এডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র আইনজীবী বারী ভূইয়াসহ ফোরামের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ।