বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে আড়াইহাজার রয়াল রেস্টুরেন্টে আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সভাপতিত্বে ও আড়াইহাজার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোঃ আলী আকবরের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি; আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি মোঃ কবির হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদউল্লা লিটন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বি আরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন সাকিব , বেসরকারি হাসপাতালের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন, এ সময় বেসরকারি হাসপাতাল পরিচালনার স্বার্থে আলোচনা শেষে প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করেন প্রফেসর বুলবুল । অনুষ্ঠান শেষে সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।