নারায়নগঞ্জ ফতুল্লার চর কাশীপুরে মরহুম হাজী সোলাইমান কর্তৃক প্রতিষ্ঠিত মিসবাহুল মিল্লাত মাদরাসা , এতিম খানায় শুক্রবার ১৩ রমজান বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৷
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন উক্ত মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল ওহাব অধ্যক্ষ নারায়নগঞ্জ হাই স্কুল ৷
উপস্থিত মেহমান ও এলাকা বাসীর সামনে স্বাগতিক বক্তব্য রাখেন মাদবাসার পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব , সাইদ তালুকদার , আরো বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ , কমিটির নয়া সভাপতি হাজি হারুন আর রশিদ , জাকির মোল্লা , মাওলানা আব্দুল ওয়াহাব , অত্র মাদরাসার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক , মিজানুর রহমান মিজান এবং আতাউর রহমান শামিম , সমাজ সেবক ইমতাজ উদ্দিন সহ আরো অনেকে ৷ মহতী এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এডভোকেট আকতার হোসেন , ইফতার পূর্ব দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস ও আদীব মুফতি সুহেল ৷