বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য নারায়ণগঞ্জ জেলার এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিরব রায়হান , আর সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জাবেদ আলম ।
মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করবেন সোনারগাঁয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাহিদুল হক বাঁধন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে যথাযথভাবে পালন করার চেষ্টা করব।