বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে উপরোক্ত প্যানেলের প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরে হোসিয়ারী মালিকদের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারনা শেষে সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও ফতেহ হোসিয়ারীর স্বত্বাধিকারী ফতেহ মোহাম্মদ রেজা রিপন গণমাধ্যম কে বলেন আমি দীর্ঘদিন যাবদ হোসিয়ারী শিল্পের সাথে যুক্ত হয়ে দেখেছি এ শিল্পের মালিকরা অনেকটাই ঝুকিপূর্ণ ভাবে ব্যাবসা পরিচালনা করছে । নানাবিদ সমস্যা থাকলেও তারা কখোনই পরিপূর্ণ সেবা পাইনি। তিনি আরও বলেন এখানে অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে দ্রুত নির্বাপন করা খুবই দুরূহ হয়ে যায় ফায়ার সার্ভিসের লোকজনদের, শুধুমাত্র রাস্তাটি সরু হওয়ার কারনে। এবিষয়ে আমাদের সকলকে কাজ করা দরকার।
তিনি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের বলেন নির্বাচনি তারিখ পিছিয়ে দিতে আবেদন করেছি, কারন ঐদিন তাদের ধর্মীয় স্বরসতী পূজা। আমি এবারই প্রথম এ নির্বাচনে দাড়িয়েছি স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেলে।
আপনারা আমাকে ও আমার পূরো প্যানেল কে নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি, শুধু এ শিল্প কে নতুন ভাবে একটি পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে চাই। এ প্রতিষ্ঠানের মালিকদের পরিপূর্ণ সেবা দিতেই আমরা বদ্ধপরিকর। আমি একজন হোসিয়ারী ব্যাবসায়ী হিসেবে আপনাদের দোয়া ও ভোট প্রার্থনা করছি।