নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক সাকিব আল রাব্বি খেলোয়াড় ও আয়োজকদের উদ্দেশ্য বলেন ডিসেম্বরের শুরুতে এতো চমৎকার একটি আয়োজন করায় আপনাদের সকলের প্রতি রইলো শুভকামনা। তিনি আরও বলেন নারায়ণগঞ্জ মাষ্টারর্স ক্রিক্রেট টুর্নামেন্টে যারা অংশগ্রহন করেছল তারা যেনো ক্রীড়ামোদিদের ভালো খেলা উপহার দিতে পারে এ আশা করছি।
শনিবার (৭ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জামান ক্রীড়া কম্পলেক্স মাঠে নিট কনসার্ন মাষ্টার ক্রিক্রেট সেশন-৬ (২৪-২৫) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের টুর্নামেন্টে ৫টি দল অংশ নিয়েছে উদ্বোধনী খেলায় নারায়ণগঞ্জ উরিন্স ও আরহাব গেলষ্টার ক্লাব অংশ নেয়।
এসময় সাবেক জাতিয়দলের ক্রিক্রেটার শাহরিয়ার হোসেন বিৎুদ এর সভাপতিত্বে ও মোঃ সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিট কনসার্নের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ডায়েরক্টর জাকির আহম্মেদ রুবেল, মাহমুদ আহম্মেদ।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় জুয়েল হোসেন মনা,সার্বিক পরিচালনায় ছিলেন নারায়ন চন্দ্র সাহা। টুর্নামেন্ট হবে ২০ ওভারের।