মঙ্গলবার (২৭শে আগস্ট) সন্ধ্যায় নিটিং ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎকালে তিনি এইসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার সাথে এমন অনেক হয়েছে যে, কেউ একজন এর,আমি জানি সে আমার শত্রু; তার জন্য আমি সবচেয়ে বেশি করি। এতে, আল্লাহ যেমন খুশি হবেন এবং সেও যে এতদিন শত্রুতা করছেন এটাও সে ভুলে যাবে। আমি বলবো, সততার সাথে মানুষের উপকার করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার বিজয় হবেই। যা আমার ক্ষেত্রে হয়েছে। আমি মনে করি, নিটিং ইন্ডাস্ট্রিজ বাচঁলে আমরাও বাচবো। তোমরা না বাচঁলে আমরাও বিপদে পরবো।
এসময় নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ারের ও সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।