বিএনপি চেয়ারপার্সন সাবেক বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বৈরী আবহাওয়া অপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
সোমবার (১ জুলাই) বিকেল তিনটায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
মিছিলটি ডিআইটি গুলশান হলের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশে এসে শেষ হয়। মিছিলে শ্লোগানে শ্লোগানে নেতাকর্মীরা রাজপথ কম্পিত করে।”মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই”।”জেলের তালা ভাঙ্গব খালেদা জিয়াকে আনব”।সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর সাবেক সভাপতি ও যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন ফ্যাসীবাদী সরকার দেশটিকে লুটেপুটে খাওয়ার জন্য খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে নিয়মের জালে।
মিছিলে উপস্থিত ছিলেন জুয়েল প্রধান,আমীর হোসেন, আলী নওশাদ আনোয়ার তুষার,এম এম সাগর, কাজী সোহাগ,আখতারুজ্জামান মৃধা, হাজ্বী সাঈদুর রহমান, মিজানুর রহমান,আতিকুর রহমান সবুজ,ফারুক হোসেন, সাঈদ প্রধান,মিঠু আহমেদ,ফারহান আহমেদ রুবেল,আলফু প্রধান,রানা আহমেদ ময়নূল,মনোয়ার হোসেন মনা,ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান মাসুম,সোহেল আহমেদ,আঃ রাহিম,বাপ্পী শিকদার,ইব্রাহিম আহমেদ বাবু, কবীর হোসেন,শফিকুল মিন্টু,ইউসুফ খান,আল আমিন শান্ত, মহিউদ্দিন খান,হারুন অর রশীদ,এম লিটন,পান্না হায়দার খান হিরা,কাউসার আহমেদ সহ মহানগর যুবদলের অসংখ্য নেতাকর্মী বৃন্দ।