জিমখানায় প্রতি বছরের ন্যায় জুয়েল পাগলের উদ্যোগে শাহ্ সোলেমান লেংটা (রঃ) এর ২২তম ওরশ মোবারক পালন করা হয়েছে।
গত বৃহস্পতিবার ৩০ মে রাতে জিমখানা জুয়েল পাগল বাড়িতে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে বাদ এশা ফাতেহা মিলাদ দোয়া ও বাউল গানের আয়োজন করা হয়।
বাদ এশা ফাতেহা মিলাদ দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন বোগদাদী (রহঃ) দরবার শরীফের খাদেম মোহাম্মদ হোসেন হ্যাপী। রাতে বাউল গান পরিবেশন করেন জান্নাত সরকার ও মনির সরকার।
এ সময় উপস্হিত ছিলেন জুয়েল পাগল,মামুন খন্দকার,
জয়নাল সহ বিভিন্ন এলাকা থেকে আগত লেংটার বাবার ভক্তবৃন্দ। আনন্দঘণ পরিবেশে শান্তিপূর্ণভাবে ওরশ মোবারক পালিত হয়েছে।