নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিঙ্গ সিনিয়র আইনজীবী প্রয়াত নুরুল কবীর আহমেদ এর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) বেলা ১২টায় আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার বভনে এ দোয়া অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, মহোসিন মিয়া”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড, রনি”র সঞ্চালনায় তার স্মৃতি সম্পর্কে আলোচনা করেন,এড, তারাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এড, হুমায়ুন কবীর, আমিন,এড,মাসুদুর রহমান রউফ, এড, মেরিনা বেগম, এড, আব্দুর রশিদ, এ এম এ একরামুল হক, এড, শামসুল ইসলাম ভূইয়া, এড, সেলিনা ইয়াসমিন, এড, শাহজাহান মোড়ল, এড, সিমা সিদ্দিকী, এড, রিয়াজুল ইসলাম, সহ প্রমূখ। শোক সভাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।