ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের প্রতিরোধের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা-আত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২০শে অক্টোবর) বাদ জুম্মা নগরীর আলী আহম্মদ চুনকা মিলনায়তন চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠন এর নেতাকর্মীরা।
এসময় সংগঠন এর সভাপতি মাওলানা মহিউদ্দিন হামেদীর সভাপতিত্বে ব্ক্তব্য রাখেন মাওলানা মুফতি ইকরাম হোসেন খান, মাওলানা সিরাজুল ইসলাম মুনির, মাওলানা আবু নাসের মোঃ মুছা, মাওলানা মুফতি আনিসুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম তাহেরী,মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম ফরাজী সহ প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ করেন। এসময় অসংখ্য সাধারণ মুসল্লীরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করে।