পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন কুতুবপুরে মরহুম রুহুল আমিন শাকিল স্মৃতি সংসদ এর উদ্দ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৩ এপ্রিল) বিকেলে ফতুল্লা ইউনিয়ন কুতুবপুর লাকী বাজার মোড়ে নুর টাওয়ারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু’র পক্ষে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দবির প্রধানের সঞ্চালনায় ও কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কলিমউল্লা ভেন্ডার, মো: সুজাউদ্দিন গাজী, মো: আতাউর রহমান, মো: জসিম মেম্বার, মো: আসাদ, মো: রিপন, মো: মমিনুল আলম পূষন, মো: কাউছার, মো: মুন্না, মো: শাহাজাহান, মো: সোহেল, মো: সুমন, মো: আয়নাল, মো: আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু বলেন, আগামী ৮ মে উপজেলা নির্বাচন। সে নির্বাচনে যদি আমাকে চান, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে শামীম ভাই আমাকে মনোনীত করে আমাকে নির্বাচন করার সুযোগ করে দেন এবং নির্বাচন হলে আমি যেন আপনাদের সেবা করতে পারি। যদি আল্লাহ তালা আমাকে দিয়ে মানুষের সেবা করার তাহলে যে আল্লাহ তালা আমাকে নির্বাচন করার সুযোগ করে দেন, আমার দারা যদি মানুষের উন্নয়ন না হয়, মানুষের কাজ যদি আমি না করি আল্লাহ তালা যেনো আমকে নির্বাচন করার সুযোগ না দেয় আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যদি নির্বাচিত হতে পারি সরকারি ভাতা যদি ১শ টাকা হয় সেই ১শ টাকার সাথে আমি আমার নিজের পকেট থেকে ১০ টাকা বরে সমাজের কল্যানে মানুষের সেবায় ব্যয় করবো। আমি চেয়ারম্যান হয়ে অর্থ কামাবো সেই দোয়া আমার জন্য করবেন না, আমি চেয়ারম্যান হয়ে সে অর্থ যদি আমি আমি পরিবার সংসারের পিছনে খরচ করি আল্লাহ তালার কাছে আমি ঠেকা থাকবো । আল্লাহর সহযোগিতায় আপনাদের সহযোগিতা ও শামীম ভাইয়ের সহযোগিতায় আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই সরকারি ভাবে যা পাবো তার সাথে আমার নিজের থেকে যোগ করে যেনো আপনাদের সেবা করতে পারি সে দোয়া করবেন। আমি আবারও কথাটি বলি আপনাদের যে প্রাপ্ত জিনিস সরকাকারিভাবে তার থেকে দুইটা পয়সা আমার নিজের কাছে নিয়ে আমার সংসারে, স্ত্রী সন্তানের পিছনে আমার আত্মীয় স্বজনের পিছনে খরচ করি তাহলে আল্লাহতালা যেনো আমাকে চেয়ারম্যান না করে। আমি যেনো আমার নিজের থেকে দিয়ে আপনাদের সেবা করতে পারি তাহলেই শামীম ওসমান ভাইয়ের সহযোগিতায় ও আপনাদের সহযোগিতা আল্লাহ তালা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমি আপনাদের জন্য কাজ করতে চাই।