প্রতি বছরের মত এবারও কাশিপুর গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদরে উদ্যোগে পবিএ ঈদ- উল- ফিতর উপলক্ষে গরীব ও অসহায় ১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ৭ এপ্রিল দুপুরে কাশিপুর গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
ঈদ সামগ্রীর মধ্য ছিল সেমাই, দুধ,চিনি, পোলাও চাল,লবণ ও খিচুরীর চাল ।
এ সময় উপস্হিত ছিলেন গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা ও কাশিপুর ইউপির ৫ নং ওয়ার্ডের এর সদস্য হাবিবুর রহমান হাবিব,উপদেষ্টা যাদু শিল্পী কবির প্রধান,আহ্বায়ক ইস্তায়ীন আহমেদ (নিলয়), সহ – আহবায়ক ফজলুল হক জিতু,সহ – আহবায়ক মেহেদী হাসান সৈকত,কার্যকরী সদস্য আশরাফ হক রনি,তানভীর আহমেদ বাপ্পী,মোঃ সিফাত,এডমিন কাশিপুর বাসী গ্রুপ সজিব হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান রনি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।