সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও তীবৃ তাপদাহে গরমে অতিষ্ঠ সাধারন মানুষকে সুরক্ষা দিতে এবার ব্যতিক্রম উদ্যোগে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলার জনবহুল স্থানগুলোতে তৃষ্ণার্থ মানুষের মাঝে পানির বোতল বিতরণ করেন তারা।
বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের নির্দেশনামতে এ কার্যক্রম শুরু করা হয়।
এসময় এ করার্য্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি, তামশিদ বিন ইরাম, স্টাফ অফিসার টু ডিসি. নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রমূখ।