শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপক প্রচারণা মাসদইর বায়তুন নূর জামে মসজিদের পূণনির্মাণে জাকির খানের পক্ষ থেকে  আর্থিক অনুদান সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ বন্দর উপজেলায় মহানগর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাধারণ মানুষের খোঁজ খবর নেবেন, তাদের সুখ-দুঃখের সঙ্গী হবেন: এড. টিপু  এইচএসসিতে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ড. আতাউর রহমানের সোনারগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে ৩১ দফা ও ১৯ দফার বুকলেট বিতরণ ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ এবং সোনারগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি  কুতুবপুরকে সিটির অন্তভুর্ক্ত করতে ডিসি বরাবর জামায়াতের স্মারকলিপি নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান

কাশিপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত, নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪৪ 🪪

পাওনা টাকা চাইতে গিয়ে ফতুল্লা কাশিপুর ঢালীবাড়ি মহিলা বাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক পোল্ট্রি ব্যবসায়ী। হামলাকারীরা তার প্যান্টের পকেটে থাকা ৩২ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই ব্যবসায়ী নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, আহত ব্যবসায়ীর নাম মোঃ শাহালম (৪৩), পিতা- মৃত মুনসুর আলী, সাং- কাশিপুর মধ্য বামন গরুরা, নারায়ণগঞ্জ। তিনি ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জামান ঢালী (৪৪), পিতা- মৃত আনছার এবং মোঃ সিয়াম (১৮), পিতা- মোঃ জামান ঢালী, উভয় সাং- উত্তর গেয়ালবন্ধ ঢালী বাড়ী, কাশিপুর, ফতুল্লাসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করেছেন।

শাহালম তার অভিযোগে উল্লেখ করেছেন, ১নং বিবাদী জামান ঢালীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে পোল্ট্রি মুরগির ব্যবসা করে আসছেন। এই বাবদ জামান ঢালীর কাছে তিনি ১ লক্ষ ৮ হাজার টাকা পাওনা ছিলেন। গত ০২/১০/২০২৫ তারিখে জামান ঢালী শাহালমের কাছ থেকে আরও ৩৬ হাজার টাকার পোল্ট্রি মুরগি ক্রয় করেন এবং পূর্বের বকেয়ার সঙ্গে একত্রে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।

কিন্তু জামান ঢালী টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে শাহালম তাকে ফোন করে টাকা পরিশোধ করতে বললে জামান ঢালী টাকা দিতে অস্বীকার করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এমনকি তার দোকানে এসে হামলা চালিয়ে হুমকি-ধামকিও দেন।

ঘটনার দিন, ০৬/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৪৫ ঘটিকার সময় শাহালম ফতুল্লা থানাধীন জামান ঢালীর দোকানে গিয়ে তার পাওনা সর্বমোট ১ লক্ষ ৪৪ হাজার টাকা ফেরত চান। এতে জামান ঢালী ক্ষিপ্ত হয়ে শাহালমকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। শাহালম গালিগালাজ করতে নিষেধ করলে জামান ঢালী তার হাতে থাকা ছুরি দিয়ে শাহালমকে হত্যার উদ্দেশ্যে কোপ দেন। শাহালম বাম হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে তার কনুইয়ের নিচে গুরুতর রক্তাক্ত গভীর কাটা জখম হয়।

এসময় ২নং বিবাদী মোঃ সিয়াম শাহালমের প্যান্টের পকেটে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রামদা আনার জন্য দৌড়ে যায়। শাহালমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে জামান ঢালী তাকে হুমকি দিয়ে বলেন যে, তার কাছে টাকা দাবি করলে এবং এই বিষয়ে থানা-পুলিশ কিংবা কোনো প্রকার বাড়াবাড়ি করলে তাকে খুন-জখম করে চিরতরে হত্যা করা হবে।

পরবর্তীতে শাহালম নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। বিবাদীর হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান।

ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102