সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে বিকেএমইএ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক মনিরুজ্জামান মনির ও নজরুল ইসলাম স্বপন।
সাক্ষাৎকালে তারা দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি খাতের সম্ভাবনা ও স্থানীয় উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। আল মুজাহিদ মল্লিক বিকেএমইএ সভাপতিকে সোনারগাঁও শিল্পাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।