শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ‘ছাড়াতে গিয়ে’ সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবদল নেতার ভাইয়ের মৃত্যু ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গুলি: বিতর্কের জেরে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার বাবু শহরের কিল্লারপুলে ঝোপ থেকে মাথায় আঘাতসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের দাবি এলাকাবাসীর বন্দরে শীর্ষ মাদক কারবারির বাড়িতে হানা, মাদক-অস্ত্রসহ মেয়ে ও ভাতিজা আটক

কাশিপুরে বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে: নির্মাণাধীন ফ্লাইওভার কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯০ 🪪

সামান্য বৃষ্টিতেই নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকা যেনো দুর্ভোগের আরেক নাম হয়ে উঠেছে। ঢাকা-মুন্সীগঞ্জ-পঞ্চবটি সড়কের কাশীপুর মধ্যপাড়াসহ পুরো এলাকার রাস্তাঘাটগুলোর বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত। দীর্ঘ দিন ধরে চলমান ফ্লাইওভার নির্মাণকাজে নিয়োজিত চায়না নির্মাণ কোম্পানির গাফিলতি এবং অব্যবস্থাপনাকে এই দুরবস্থার জন্য দায়ী করছেন স্থানীয়রা। বর্তমানে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে, কাঁদা-পানিতে একাকার সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।

সরেজমিনে দেখা যায়, গত কয়েক মাস ধরেই কাশীপুরের সড়কগুলোর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা ও কাদা। এর ফলে মিশুক, রিকশা, অটোরিকশা এবং মোটরসাইকেলের মতো ছোট যানবাহনগুলোর চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চালকরা জানান, প্রতিদিন এই কাদাময় পথ পাড়ি দিয়ে যাত্রী পরিবহন করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে, প্রায়শই যানবাহন কাদায় আটকে যাচ্ছে।

এই বেহাল দশার মারাত্মক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। ব্যবসায়ীরা অভিযোগ করেন, কর্দমাক্ত পথের কারণে ক্রেতারা দোকানে আসতে আগ্রহ হারাচ্ছেন, ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। মালামাল পরিবহনেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

রাস্তার গর্ত ও পিচ্ছিল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বিশেষ করে মিশুক ও মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এবং এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর তীব্র অভিযোগ, ফ্লাইওভার নির্মাণে দায়িত্বপ্রাপ্ত চায়নিজ নির্মাতা কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। তারা কেবল নিজেদের নির্মাণকাজ নিয়ে ব্যস্ত, স্থানীয় জনসাধারণের অবর্ণনীয় দুর্ভোগের প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপ নেই।

এই পরিস্থিতিতে এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও চরম বিপাকে পড়েছে। কর্দমাক্ত ও পিচ্ছিল পথে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অভিভাবকরা রীতিমতো ভয় পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো একাধিকবার এই সমস্যা সমাধানে সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোনো সুফল পায়নি বলে জানায়। ক্ষুব্ধ এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান না হলে তারা প্রয়োজনে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন।

কাশীপুরবাসী এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও টেকসই প্রতিকার দাবি করেছেন। তারা চান, দ্রুততম সময়ে রাস্তাঘাট সংস্কার করে তাদের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা হোক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102