ফতুল্লা, কাশিপুর ইউনিয়ন এর হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের হোসাইনী নগরে মাসদুর রহমান আসালাম সাহেবের বাসভবনের ( লক্ষী নিবাস ) আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মাসদুর রহমান আসালামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিটির সদস্য ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়, সমাজিক সম্প্রীতি রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা এলাকার শান্তি, সমৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে সামাজিক উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা হাজী মো.আব্দুল কাদির বাবুল, হাজী মো.নাজির হোসেন, মো.বকুল মিয়া, মো.রেজাউল করিম, মো.তাজুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বেপারী, সহ সভাপতি আবুল হোসেন, আলহাজ্ব মো.সিদ্দিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন বিদ্যুৎ, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মো.তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আল মামুন, সহ দপ্তর সম্পাদক মো. সামছু, সহ কোষাধ্যক্ষ হাজী নিজাম মিয়া, ক্রীড়া সম্পাদক হাজী আলী আকবর, সাংস্কৃতিক সম্পাদক জাবেদ হোসেন চৌধুরী, সদস্য অজিউল্লাহ মিন্টু প্রমুখ।
অনুষ্ঠান শেষে সবার মধ্যে ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া কামনা করা হয়।