সোমবার, ১৩ মে ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে – মাহমুদুল হক নয়ামটির বিশিষ্ট ব্যাবসায়ী ও জাপা নেতা শেখ আব্দুল খালেক আর নেই ফতুল্লা ইউনিয়ন পরিষদ মেম্বার জাকির এর ছত্রছায়ায় এলাকায় অপরাধ বৃদ্ধি ; ভুক্তভোগীদের অভিযোগ বিসিডিএস নির্বাচনে শাহজালাল বাচ্চু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি স্যালাইন শরবত ও ফল বিতরণ করলেন শহীদ বাপ্পী স্মৃতি সংসদ উত্তরায় পথচারীদের মাঝে শরবত বিতরণ করলেন সারাবাংলা ৮৮ ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪০০ শিক্ষক নিয়ে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত তীব্র তাপ প্রবাহে পথচারী ও শ্রমজীবি  মানুষের মাঝে নারায়নগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবারের পক্ষে  বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে ফল ব্যবসায়ীদের মিলাদ মধুখালির হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – মাওলানা ইমতিয়াজ

কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো.খোরশেদ আলম ও দাতা সদস্য মুহাম্মদ আব্দুল মান্নান মেম্বার।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।  এর আগে প্রতিযোগিতায় ৪’শ মিটার দৌড়, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, চেয়ার সেটিং, বেলুন দৌড় এবং জলে ডাঙ্গায়সহ ২০টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। খেলাধূলা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো.আতাউর রহমান, আ: আউয়াল মল্লিক, এবি এম আলমাস তালুকদার, মো.জাকির হোসেন ও মো.মিজানুর রহমান।

বেঙ্গল ফাইবার লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আলী আকবর এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, দাতা সদস্য ও রোটারিয়ান আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম ফরায়েজী, পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ে সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মো. রওশন আলী, ৫ নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড মেম্বার হাজী মোক্তার হোসেন, যুবলীগ নেতা ওমর ফারুক,  মো.শুক্কুর মেম্বার, যুবলীগ নেতা আশ্রাফ মামুন পাঠান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব সহ প্রমুখ।

প্রধান শিক্ষক মুহাম্মদ আমজাদ হুসাইন এর সার্বিক তত্ত্বাবধানে ও প্রাক্তন ছাত্রদের সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক পরিবেশন করেন কিশোর কিশোরী ক্লাব। শেষে বিজয়ী ২১০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102