রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ

বইমেলায় এবারও আসছে সাব্বির সেন্টু’র আরো দু’টি বই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ 🪪
আসছে ২০২৬ সালের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে দেশবরেণ্য ছড়াকার ও শিশু সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু’র দু’টি গ্রন্থ ছড়াগ্রন্থ ‘‘ছড়ার সেঞ্চুরী’’ ও সত্যের ধ্বংস নাই। ‘‘ছড়ার সেঞ্চুরী’’টি ১০০টি মন মাতানো ছড়ায় সমৃদ্ধ। প্রকাশণায় রয়েছে খ্যাতিমান সংস্থা উচ্ছ্বাস প্রকাশনী। অপরটি হচ্ছে নাট্যগ্রন্থ ‘‘সত্যের ধ্বংস নাই’’ একটি সেকালের হীরামনের আদলে সত্যের ধ্বংস নাই’ এর গল্পটি সাজানো হয়েছে।
৯০ দশকের তুখোর ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু একজন প্রতিবাদী লেখক। ১৯৯৩ সালে তার একটি কবিতা গ্রন্থ প্রকাশিত হলেও ছড়ার বই প্রকাশিত হয় ১৯৯৭ সালে। যার নাম ছিল ‘‘স্নেহের নক্ষত্র’’। স্নেহের নক্ষত্র বইটি সে সময় বেশ আলোড়ন সৃষ্টি করে। নব্বই দশকে দেশের প্রতিটি জাতীয় দৈনিক তার সুচারু লেখা প্রকাশ পেতো। এরমধ্যে পেশাগত কারণে অনেকটা বছর লেখালেখিতে তার গ্যাপ থাকার পর গত ৩বছর ধরে তিনি পুরোদমে সময় দিচ্ছেন সাহিত্য অঙ্গনে। ২০২৪ সালে তার দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘‘ছড়ার বুলেট’’ প্রকাশিত হয়। বইটি সে সময় বেশ কাটতিও হয়। ২০২৫ সালের বইমেলায় উপন্যাস গ্রন্থ ‘‘স্বপ্নভরা দুটি চোখ এবং নাট্যগ্রন্থ শর্টস্ক্রিপ্ট প্রকাশিত হয়। এই বই দুটিও পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। সর্বশেষ ছড়াগ্রন্থ ‘‘ছড়ার সেঞ্চুরী’’ ও নাট্যগ্রন্থ ‘‘সত্যের ধ্বংস নাই’’ ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে। এখন থেকেই বইটি রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইনে বেশ কাটতি হচ্ছে
লেখক সাব্বির আহমেদ সেন্টু আশাবাদী তার এবারের ছড়াগ্রন্থটি সমসাময়িক হওয়ার কারণে পাঠক তা সহজেই লুফে নিবে। অপরদিকে ‘‘সত্যের ধ্বংস নাই’’। বইয়ের গল্পটি মূলতঃ আগেকার সময়ের হীরামন এর আদলে লেখা। ‘‘সত্যের ধ্বংস নাই’’ নাট্যগ্রন্থটি পাঠকের কাছে ভাল লাগবে বলেও জানান সাব্বির সেন্টু। এক্ষেত্রে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102