বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুতুবপুরে যুবদলের বাবু- পাপ্পু ও সুমনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বন্দর ১৯ নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত  ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন গণসংহতি নেতারা নারায়ণগঞ্জে স্কুল ও মাদরাসায় জামায়াত প্রার্থী মইনুদ্দিন আহমাদ এর মতবিনিময় প্রান্তিক মানুষের জীবন–সংকট ও অধিকার পুনরুদ্ধারে সোনারগাঁওয়ে অঞ্জন দাসের হাট সভা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে  মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি পার্কে মাসুদুজ্জামানের বৃক্ষমেলা উদ্বোধন মানবাধিকার, প্রতিদিনের অপরিহার্য LAHDF চেয়ারম্যান মনির হোসেনের অঙ্গীকার জনতার প্রত্যাশার ক্যানভাস সমাপনী করলেন মাসুদুজ্জামান

সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভুক্তভোগী রাজ’কে আওয়ামীলীগের দোসর বানানোর অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ 🪪

ফতুল্লার ভূইগড়ে রূপায়ণ টাউনে সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত ১১/০২/২৫ইং রোজ মঙ্গলবার নারায়ণগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় আওয়ামীলীগের দোসর, আজমেরী ওসমানের ক্যাডার, আওয়ামী শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম এবং যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা সহ আওয়ামী আশ্রয় দাতা হিসেবে ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং ভিত্তিহীন অপপ্রচার করা হয়েছে বলে দাবি করেছেন এম এ হোসাইন রাজ।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারী) বিকেলে এক বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন।

তিনি বলেন, আমি আওয়ামী বিরোধী হওয়ায়, আওয়ামী শাসনামলে বি বি রোডে অবস্থিত “বেনু টাওয়ারে” “সিজলিং থাই-চাইনিজ রেস্টুরেন্ট” নামক কোটি টাকার সম্পদ দখল করে নেয় তৎকালীন মুখোশধারী সন্ত্রাসী জেলা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। এর জন্য আমাকে ২/৩ বছর রূপায়ণের বাহিরে পরিবার থেকে আলাদা হয়ে আত্মগোপনে থাকতে হয়েছিলো।
আর এখন আমাকে দুষ্কৃতকারীরা আওয়ামী ট্যাগ লাগিয়ে আমার সুনাম ক্ষুন্ন করছে। এর তীব্র নিন্দা জানাই।

আজমেরী ওসমানের ক্যাশিয়ার নামক উক্ত ভাড়াটিয়া নিয়ে যে বক্তব্য আসছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, উক্ত ভাড়াটিয়া ২০২৫ সালের জানুয়ারিতে গার্মেন্টস ব্যবসায়ি পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নেন এবং ব্যক্তিগত সমস্যার কারণে ঐ মাসেই ফ্ল্যাট ছেড়ে দেন এবং বাসার আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, সে ক্ষেত্রে আমি ফ্ল্যাট খালি করার ব্যবস্থা করি। এর বাহিরে তার সাথে আমার পূর্ব পরিচয় ছিল না এবং তার কোন রাজনৈতিক পরিচয় আমার জানা ছিল না।
এর বাহিরে অন্য কোন বিষয়ে আমি অবগত নই।

তিনি বলেন, আমি কোন ছাত্র সমন্বয়ক নই, রূপায়ণ টাউণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ফ্ল্যাট মালিকদের সমন্বয়ে গঠিত “রূপায়ণ টাউন অধিকার বাস্তবায়ন পরিষদ” (প্রস্তাবিত) এর সমন্বয়কের দায়িত্ব পালন করেছি মাত্র।

তিনি আরো বলেন, এছাড়া গত ১০/০২/২৫ইং রোজ সোমবার নারায়ণগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় আমাকে এবং রূপায়ণ টাউনকে জড়িয়ে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ মিন্টু মাহমুদ এর ছেলে বায়েজিদ, মাজেদুল, মাসুদ মেম্বার, নাজমুল, সাজ্জাদ এর নামে যে মিথ্যা এবং বানোয়াট প্রতিবেদন প্রকাশিত হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এই ধরনের ঘৃণ্য ঘটনা রটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বলেন, রূপায়ণ টাউনে সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপি নামধারী তোফায়েল হোসেন লিটনের বিরুদ্ধে প্রতিবাদ করায় আজকে আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, কাল হয়তো মিথ্যা মামলা বা মেরে ফেলার চেষ্টা করবে, এমতাবস্থায় এদের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপ জরুরীভাবে কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102