সংগঠনের সভাপতি বুবলি’র এই শীতবস্ত্র ও খাবার বিতরণকালে সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি কাজী আনিসুল হক হীরা,কন্ঠ শিল্পী রিয়া খান, সাংবাদিক মিঠুন,সমাজ সেবক অর্ক, উজ্বল,নারী উদ্যোক্তা তমা, প্রেমা ও সংগঠনের অর্থ সম্পাদক সোহেলসহ প্রমূখ।
অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বুবলি বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাই আল্লাহ পাকের দরবারে। তাঁর রহমতে সকলের সহযোগিতায় দীর্ঘ বছর যাবৎ সংগঠনের মধ্য দিয়ে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে পারছি। আজ শ্রদ্ধাভরে ধন্যবাদ জানাই
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে। কেননা তাহার ত্রাণ ভান্ডার হতে শীতবস্ত্র কম্বল পেয়ে আমাদের সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষেকে শীত বস্র দিয়ে শীতের হাত রক্ষা করার চেষ্টা করছি। আমি চাই আমার এই মহতী উদ্যোগে আপনারা সর্বদা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। সেই সাথে আহবান জানাতে চাই সমাজে অর্থনৈতিক ভাবে যারা স্বচ্ছল আছেন তারা যেনো তাদের সমর্থ অনুযায়ী সমাজের চারপাশে যারা হতদরিদ্র অসহায় ও অবহেলিত মানুষ রয়েছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।